দেশের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতের আমীর : নূরুল ইসলাম বুলবুল

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২০:১৭
ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল শনিবার পুরানা পল্টনস্থ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের প্রতি আস্থা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সামান্য অসুস্থ হলেই বিদেশে পাড়ি দেন, তার বিপরীতে জামায়াতের প্রধান হার্ট সার্জারির মতো একটি জটিল ও কঠিন অপারেশন দেশেই করেছেন।

আজ শনিবার দুপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পুরানা পল্টনস্থ কার্যালয় প্রাঙ্গণে জামায়াতের আমিরের সুস্থতা কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতের আমিরের হার্টে ব্লক জানার পর বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ তাদের নিজ নিজ দেশে উন্নত চিকিৎসা গ্রহণের আহ্বান জানালেও জামায়াতের আমীর সেই সুযোগ গ্রহণ করেননি।

তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে জামায়াতের আমীর চিকিৎসার জন্য বিদেশে যাননি। তিনি দেশের প্রতি কমিটমেন্ট রক্ষা করে দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন। বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা করে তিনি জাতির সামনে প্রমাণ করেছেন, তিনি মুখে যা বলেন, ব্যক্তিগত জীবনেও তাই করেন। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ থেকে তৃণমূলের কর্মীরাও প্রকৃত দেশপ্রেম ধারণ করে। আমরা জাতির সামনে যা বলি, বাস্তবেও তাই করি।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুস সুবর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও সভায় ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, এফবিসিসিআই’র সাবেক পরিচালক এনায়েত উল্ল্যাহ, মহানগরীর কর্মপরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে ফরিদুল ইসলাম, এস এম কামাল উদ্দিন, নুর নবী মানিক, সৈয়দ জয়নুল আবেদীন, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলামসহ মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে : মঈন খান
শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: এম সাখাওয়াত হোসেন 
পোপ লিও’র নেতৃত্বে নৈশপ্রার্থনায় সমবেত হচ্ছেন ১০ লাখ তরুণ
গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন : মেজর হাফিজ
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক
আহত জুলাই যোদ্ধাদের ১৫৫৮ জনের তালিকার গেজেট প্রকাশ 
‘জুলাই শহীদদের মায়েরা চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন’
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট গণমিছিল সফল করতে আহ্বান জামায়াতের
আনোয়ারায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
জয়পুরহাটে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
১০