ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘আন্তর্জাতিক যুব দিবস দৌড় ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত এই দৌড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারেরও বেশি দৌড়বিদ অংশ নেন।
আরএইচএসটেপ ও আরএইচআরএন বাংলাদেশ কোয়ালিশন পার্টনার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ দৌড়ের থিম ছিল ‘টেকসই ভবিষ্যতের জন্য যুবশক্তি’ এবং স্লোগান ‘যুবশক্তি জাগ্রত করি, আগামীর পথ গড়ি’। এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের সমাজ ও পরিবেশ গঠনে সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা হয়।
সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ দৌড়ে অংশগ্রহণ করেন ৮০০ জন বাইরের এবং ২০০ জন আরএইচএসটেপ ও এর সহযোগী প্রতিষ্ঠানের সদস্যরা। সকাল ৬ টায় শুরু হওয়া দৌড়টির প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করে আল্ট্রা ক্যাম্প রানার্স, যারা দৌড়টিকে নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে সহায়তা করে।
আরএইচএসটেপের উপ-নির্বাহী পরিচালক মো. আশিকুল ইসলাম বলেন, ‘তরুণদের সামাজিক ও পরিবেশগত উন্নয়নে অবদান রাখতে জ্ঞান, সম্পদ ও সুযোগ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সম্মিলিত প্রচেষ্টা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক যুব দিবস দৌড় ২০২৫ শুধু যুবসমাজের সম্ভাবনা উদযাপন করেনি, বরং এটি সম্প্রদায়ের মধ্যে সংহতি, সচেতনতা ও সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে।