নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ আপডেট: : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত। ছবি: বাসস

নাটোর, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ছাত্রজনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ শেষ হয়েছে। 

শহরের সরকারি গণগ্রন্থাগারের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভটি আগামীকাল শনিবার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

১৯ ফুট উচ্চতা ও ছয় ফুট ব্যাসের লোহার নির্মিত মূল অবকাঠামোটিতে গণঅভ্যুত্থানের আলোড়ন সৃষ্টিকরা জনপ্রিয় শ্লোগানসমূহ খোদাই করা রয়েছে। 

কংক্রিটের বেদির উপরে লোহার আবরণে গণঅভ্যুত্থানে নাটোরের আট শহীদের নাম সন্নিবেশিত আছে। রাতে আলোর প্রতিফলনে স্মৃতিস্তম্ভটি আরও বেশি আকর্ষণীয় ও নয়নাভিরাম হয়ে উঠেছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গণপূর্ত বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব জানান, সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, নাটোরবাসীর সহযোগিতায় শহরের প্রাণকেন্দ্রে সরকারি গণগ্রন্থাগারের সামনে আমরা স্মৃতিস্তম্ভটির জায়গা নির্বাচন করি। নির্ধারিত জায়গাতে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করা গেছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নাটোরের আট শহীদের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতার প্রতীক হয়ে এই স্মৃতিস্তম্ভ তাদের বীরত্ব গাঁথা জানান দিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণের জন্য ট্রাফিক ডাইভারসন
নাগেশ্বরীতে গঙ্গাধর নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
লক্ষ্মীপুরে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা
জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: আটক ৪
বাঁশখালীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
লালমনিরহাটে শ্রেষ্ঠ গুণী শিক্ষক কামরুজ্জামান
কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০
যশোরে ভ্যানচালক হত্যায় তিন আসামি গ্রেপ্তার
সাপে কাটা রোগীদের জন্য দেশের প্রথম বিশেষায়িত ওয়ার্ড রামেকে
১০