সেন্টমার্টিন উপকূলে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ৩ জেলে উদ্ধার

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯ আপডেট: : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১

সেন্টমার্টিন, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ তিন জেলেকে গতকাল উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এত বলা হয়, গতকাল শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে ‘এম ভি সাইমা’ নামক একটি ফিশিং বোট তিন জেলেকে নিয়ে সেন্টমার্টিন এলাকা থেকে সমুদ্রে গমন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটির ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে যায় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

পরে বোটটি ভেসে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছাকাছি এলাকায় পৌঁছায়। স্থানীয় এক জেলে বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে অবহিত করেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ তিন জেলেকে নিরাপদে উদ্ধার করে।

পরবর্তীতে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূলীয় ও সমুদ্র অঞ্চলে জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬ 
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উল্লাপাড়া
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজক ফারুকসহ ৮ জন রিমান্ডে
ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা কাল শুরু
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মহিষ আটক
জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ  উপদেষ্টা
সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপান অস্বীকৃতি জানালে সরকার নতুন অপারেটর খুঁজবে 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
১০