সেন্টমার্টিন উপকূলে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ৩ জেলে উদ্ধার

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯ আপডেট: : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১

সেন্টমার্টিন, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ তিন জেলেকে গতকাল উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এত বলা হয়, গতকাল শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে ‘এম ভি সাইমা’ নামক একটি ফিশিং বোট তিন জেলেকে নিয়ে সেন্টমার্টিন এলাকা থেকে সমুদ্রে গমন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটির ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে যায় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

পরে বোটটি ভেসে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছাকাছি এলাকায় পৌঁছায়। স্থানীয় এক জেলে বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে অবহিত করেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ তিন জেলেকে নিরাপদে উদ্ধার করে।

পরবর্তীতে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূলীয় ও সমুদ্র অঞ্চলে জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ অপহরণকারী ও অপহৃত ৩ জনকে উদ্ধার
ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
মহাসপ্তমী উদযাপিত: আগামীকাল অষ্টমী ও কুমারী পূজা
মৃৎশিল্পে অবদান: বরিশালে ১২ শিল্পীকে সম্মাননা প্রদান
১৫ অক্টোবর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী প্রদান
আরটিজেএস লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা 
কাগজের শপিং ব্যাগ ফ্রি চেয়ে আড়ংকে লিগ্যাল নোটিশ
পরিবেশ সুরক্ষায় ইউরোপকে আরো উদ্যোগ নিতে হবে : রিপোর্ট
টাইফুন বুয়ালোই: ভিয়েতনাম ও ফিলিপাইনে নিহত ৪০
১০