সেন্টমার্টিন উপকূলে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ৩ জেলে উদ্ধার

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯ আপডেট: : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১

সেন্টমার্টিন, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ তিন জেলেকে গতকাল উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এত বলা হয়, গতকাল শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে ‘এম ভি সাইমা’ নামক একটি ফিশিং বোট তিন জেলেকে নিয়ে সেন্টমার্টিন এলাকা থেকে সমুদ্রে গমন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটির ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে যায় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

পরে বোটটি ভেসে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছাকাছি এলাকায় পৌঁছায়। স্থানীয় এক জেলে বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে অবহিত করেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ তিন জেলেকে নিরাপদে উদ্ধার করে।

পরবর্তীতে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূলীয় ও সমুদ্র অঞ্চলে জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
অভিষেকে আফ্রিদির ৫ উইকেট; ৯২ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ
নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ওসলোতে জেলেনস্কি
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ
সরাইলের গ্রে হাউন্ড কুকুর বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত করা হবে
ভোলায় মাদকসহ দুই কারবারি আটক
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
স্কুল-কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
১০