লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ আপডেট: : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর টোল ফ্রি হেল্পলাইন ‘১৬৪৩০’ নম্বরে কল করে এখন পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ৮৯৬ জন আইনি সহায়তা ও পরামর্শ পেয়েছেন।

লিগ্যাল এইডের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সরকারি আইনি সহায়তার বিস্তারিত উল্লেখ আছে।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্ট, টোল ফ্রি কলসেন্টার ‘১৬৪৩০’, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল ও দেশের বিভিন্ন কারাগারে এ সেবা চালু করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বাসসকে জানান, ২০১৩ সালে লিগ্যাল এইডে শ্রমিক আইন সহায়তা সেলের কার্যক্রম শুরু হয়। ২০১৬ সালে জাতীয় হেল্পলাইন কলসেন্টার টোল ফ্রি নাম্বার চালু হয়। তখন থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ৮৯৬ জন আইনি পরামর্শ সেবা নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, হটলাইন সেবা চালু হওয়ার আগে ১৭ হাজার ৩২৮ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছিল।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা দিতে সরকার ‘আইনগত সহায়তা প্রদান আইন’ প্রণয়ন করে। এর আওতায় জাতীয় আইনগত সহায়তা সংস্থা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে কার্যক্রম চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ
সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নারীর অবদান সমূহ দৃশ্যমানে হতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
ফ্রান্সের প্রধানমন্ত্রী বায়রু’র পদত্যাগ
সুদানের খার্তুমে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে আরএসএফ
শেরপুরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’
রাজধানীতে ১,৬০০ লিটার নকল মবিলসহ গ্রেফতার ২ 
পুতিন অন্যান্য দেশকেও আক্রমণ করতে পারেন : পোল্যান্ডের প্রেসিডেন্ট
১০