জাকসু নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১
অমর্ত্য রায় । ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

অমর্ত্য রায়ের রিটের শুনানি শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন পীতম। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

অমর্ত্য রায় জন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি। তিনি দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে ভিপি প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে ভিপি পদের প্রার্থীতা ফিরে পেতে গতকাল হাইকোর্টে রিটটি করেন অমর্ত্য রায়।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসুতে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন। ভিপি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদকে (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের জাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে সাতটি প্যানেল ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল
ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩
জনরায় মেনে নিয়ে নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জয়নুল আবদিন ফারুক
বাংলাদেশ থেকে কাঁঠাল-পেয়ারা আমদানিতে আগ্রহী চীন
মালয়েশিয়ায় ট্রাম্প-লুলার বৈঠক নিয়ে আলোচনা চলছে
চীনা ফেন্টানাইল পাচারকারী প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে কিউবা
বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় টি-টোয়েন্টি; সিরিজ জিতল ইংল্যান্ড
নাইজেরিয়ার পার্লামেন্ট সাহায্য ব্যয়ের তদন্ত করছে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ড্র
পোপের সঙ্গে প্রার্থনা করে ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রিটেনের রাজা
১০