জাকসু নির্বাচন: অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪
অমর্ত্য রায় । ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরাতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো: রেজাউল হক এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন পিতম। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে অমর্ত্য রায়ের রিটের শুনানি শেষে আজ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ ভিপি পদে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে রুল সহ নির্দেশ দেন।

অমর্ত্য রায় জন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি। তিনি দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে ভিপি প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে ভিপি পদের প্রার্থীতা ফিরে পেতে গতকাল হাইকোর্টে রিটটি করেন অমর্ত্য রায় জন।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসুতে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন। ভিপি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদকে (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের জাকসু নির্বাচনের জন্য ইতোমধ্যে সাতটি প্যানেল ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
খুলনায় স্ত্রী হত্যায় স্বামী গ্রেপ্তার
বাগেরহাটে অবৈধ ইটভাটায় অভিযান
কুমিল্লায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
মিয়ানমারের জাতিয়াতি কেন্দ্র থেকে ৬ শতাধিক লোক থাইল্যান্ডে পালিয়েছে
১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র
ভুয়া ভিডিও ঠেকাতে এআই নিয়ম কঠোর করার পরিকল্পনা ভারতের
টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত
কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলায় তাৎক্ষণিক চাকরি পেলেন ৯ জন
১০