ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সহকারী অধ্যাপক (বিসিএস শিক্ষা) মো. মুকিব মিয়ার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে আসামিরা গুলি চালায়। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, ইডেন কলেজের শিক্ষার্থী সাম্মী আক্তারসহ অনেকে আহত হন। এ ঘটনায় নিউমার্কেট থানার মাজেদুল ইসলামের চাচাতো ভাই গত বছরের ২৬ আগস্ট একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকায় লিফলেট বিতরণ করায় গত ৩ ফেব্রুয়ারি মুকিব মিয়াকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।