ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী রচিত ‘মুখের ক্যান্সার : প্রতিরোধ ও চিকিৎসা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এবং সভাপতিত্ব করেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। চন্দ্রছাপ প্রকাশনা থেকে প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক বইটি উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে।
মানস-এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল-এর মহাপরিচালক আখতার-উজ জামান, মানস-এর সহ-সভাপতি রুমানা রশিদ ইশিতা, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার, সাবেক অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার, ডাস-এর উপদেষ্টা আমিনুল ইসলাম বকুল, এইড ফাউন্ডেশনের প্রোজেক্ট ডিরেক্টর সাগুফতা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্য ব্যয়ের ৭১ শতাংশ জনগণ নিজেরাই বহন করছে এবং রোগ-ব্যাধি দ্রুত বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ তামাকজাত দ্রব্য সেবন। বিশেষ করে কিশোর-তরুণদের সিগারেটে আসক্তি বাড়ছে, যা উদ্বেগজনক।
তিনি অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তামাকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্র-সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি বইটিকে একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা উল্লেখ করে এর বহুল প্রচার কামনা করেন।
ড. অরূপরতন চৌধুরী বলেন, মুখের ক্যান্সারের মূল কারণ হচ্ছে তামাকপাতা, জর্দ্দা, গুলসহ নানা তামাকজাত দ্রব্য। বিশেষ করে গ্রামাঞ্চলে নারীরা পানের সাথে এসব দ্রব্য সেবন করেন, ফলে ক্যান্সার ছাড়াও বহু দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
তিনি বলেন, মুখ হলো স্বাস্থ্যের প্রবেশদ্বার, তাই মুখের যত্ন নিলে সামগ্রিক সুস্থতাও নিশ্চিত হয়। জনসচেতনতার অংশ হিসেবে এই বইটি রচিত হয়েছে উল্লেখ করেন তিনি এবং বইটির প্রচার-প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।