ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার নকল মবিল ও সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. সাইফুল ইসলাম (৫৭) ও মো. রফিকুল ইসলাম (৫০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বংশাল থানা সূত্রে জানা যায়, বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানে সোমবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের মোট ১ হাজার ৬০০ লিটার নকল মবিল ও নকল মবিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য তিন লাখ ৩৭ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।