চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ একাধিক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানের মাধ্যমে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কলসেন্টার ও সার ব্যবসা খাতের বিভিন্ন অনিয়মের প্রাথমিক প্রমাণ সংগৃহীত হয়েছে।

দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি অভিযান পরিচালিত হয়। টিম ছদ্মবেশে হাসপাতালের সেবা পর্যবেক্ষণ করে। ডিজিটাল হাজিরা যাচাই করার পর কয়েকজন চিকিৎসকের নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এছাড়া রোগীদের ওষুধ সরবরাহ ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা ও সংগ্রহ করা হয়েছে। 

এদিকে ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেড, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড এবং ডিজিকন টেকনোলজিস পিএলসি’র বিরুদ্ধে এনআইডি তথ্য জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ঢাকা থেকে এক অভিযান পরিচালিত হয়। এতে দেখা যায়, তিনটির মধ্যে দুটি প্রতিষ্ঠান বাস্তবিকভাবে নেই। তবে ডিজিকন টেকনোলজিস পিএলসি এবং একটি কলসেন্টারের কার্যক্রম চলমান। 

এ ছাড়া শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজ ফান্ডের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগের প্রেক্ষিতে মাদারীপুর থেকে এক অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও কলেজের ২.৪৭ একর জমি এওয়াজ বদল হয়েছে। এছাড়া সাবেক অধ্যক্ষ কর্তৃক উত্তোলিত ৫ লাখ ৮৪ হাজার টাকা এখনও কলেজ ফান্ডে জমা হয়নি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা ধরা হয়েছে। সংগৃহীত তথ্য যাচাইয়ের পর কমিশনকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অন্যদিকে, লালমনিরহাটে সরকার নির্ধারিত দামের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম থেকে দু’দিনব্যাপী অভিযান পরিচালিত হয়। বিভিন্ন উপজেলা থেকে রেকর্ড সংগ্রহ ও কৃষকদের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযানে দেখা গেছে, নির্ধারিত মূল্যের বেশি মূল্য আদায়, সার সংকট এবং ক্রয়ের সময় হয়রানির অভিযোগ রয়েছে। এছাড়া ইউনিয়ন গুদামে সার না রেখে অন্যত্র মজুদের তথ্য পাওয়া গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০