আওয়ামী আমলের ভিডিওকে সাম্প্রতিক বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আওয়ামী সরকারের আমলের নৃশংস হামলার ভিডিওকে সাম্প্রতিক ঘটনা দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানুষের ওপর নৃশংস হামলার ঘটনা দাবি করে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। কিন্তু বাংলাফ্যাক্ট জানায়, নৃশংস হামলার ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৪ সালের।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক বা অন্তবর্তীকালীন সরকারের আমলের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৪ সালের জুন মাসের অর্থাৎ, বিগত আওয়ামী সরকারের আমলের ঘটনা। ভিডিও থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে  ‘নিউজ ২৪ নারায়ণগঞ্জ’ নামক একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২৮ জুন ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরুজ হত্যাকাণ্ডের লোমহর্ষক ভিডিও ফুটেজ....’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৯ জুন ‘আ.লীগ নেতা হত্যার ভিডিও ভাইরাল’ শিরোনামে ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়ায় যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ২৭ জুন স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে সৃষ্ট বিরোধের জেরে ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরুজ মিয়াকে স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম শনাক্ত করেছে যে আওয়ামী সরকারের আমলের নৃশংস হামলার ঘটনার ভিডিওকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সাম্প্রতিক ঘটনা দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা টহল
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
সাংবাদিক মান্না রায়হানের রুহের মাগফিরাত কামনায় দোয়া
২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ
কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন নিয়ে সেমিনার
প্রকৃতির বিরূপ প্রভাবে টাঙ্গাইলে বিলুপ্তির পথে শাপলা-শালুক 
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু
চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি
১০