ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লার ইলিয়াসগঞ্জ মহিলা লীগের সাধারণ সম্পাদক রুনাকে ধর্ষণের পরে হত্যা করে নালায় ফেলে রাখা হয়েছে দাবি করে ছড়ানো তথ্যটি মিথ্যা এবং ভিডিওটি স্ক্রিপ্টেড বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, কুমিল্লায় মহিলা লীগের সাধারণ সম্পাদককে ধর্ষণের পরে হত্যার দাবিটি মিথ্যা, ব্যবহার করা হয়েছে বিদেশি স্ক্রিপ্টেড ভিডিও।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আলোচিত ভিডিওর দাবি ও তথ্যসমূহ সঠিক নয়। মূলত, বিদেশি স্ক্রিপ্টেড ভিডিও ব্যবহার করে এটা ছড়ানো হয়েছে।  আলোচিত ভিডিও থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘এটটিএইচঠাকুৃর৩২৮৯’ নামে ইউটিউব চ্যানেলে গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে চীনা ভাষায় ক্যাপশন রয়েছে। ক্যাপশনটি গুগলের সাহায্যে ইংরেজিতে ভাষান্তর করে জানা যায়, এটি পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে একটি শিক্ষামূলক ভিডিও এবং এটি সাজানো। পরবর্তীতে এই অ্যাকাউন্টটিতে একই পোশাকে একই নারীর আরও বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, কুমিল্লা জেলায় ইলিয়াসগঞ্জ নামে কোনো স্থানের নাম অনুসন্ধানে পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে সম্প্রতি কুমিল্লায় রুনা নামে মহিলা লীগের কোনো সাধারণ সম্পাদককে ধর্ষণের পরে হত্যার দাবির কোনো সত্যতাও পাওয়া যায়নি।

এছাড়া ২০২৪ সালের আগস্টের বন্যার সময়ে পানিতে একজন মৃত নারী ভেসে যাওয়ার দৃশ্য দাবি করে একই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেই সময়ে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জনের প্রস্তুতি
বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা 
দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল
কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব
ঢাক-ঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, পতেঙ্গা সৈকতে মানুষের ঢল
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
ফিলিপাইন ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে বন্যার সতর্কবার্তা 
১০