দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের মতিউর ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):  দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ কারাগার থেকে তাদের চিফ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের বিষয় শুনানি হয়। শুনানি শেষে বিচারক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার তাদেরকে তিন করে রিমান্ডে নিতে আবেদন করেন।

গত ৬ জানুয়ারি ২ কোটি ৪৫ লাখ গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মতিউর রহমান ও লায়লা কানিজের দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে অসদুদ্দেশ্যে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য প্রদান করে ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকা মূল্যমানের সম্পত্তির তথ্য গোপন করার এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ের মাধ্যমে পারস্পরিক যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা মূল্যমানের সম্পত্তি অর্জন করেন।

গত ১৪ জানুয়ারি ভোরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া উদ্বোধন
শ্রমিকদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ‘নোটিশ অব অ্যাওয়ার্ড’ প্রদান শুরু করেছে বেপজা
সেতু কর্তৃপক্ষ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জির মধ্যে চুক্তি স্বাক্ষর  
পিরোজপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু
বগুড়ার দুই ম্যাচ রাজশাহীতে স্থানান্তরিত
এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীকে হারিয়ে ঢাকা মেট্রোর শুভ সূচনা
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ
নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি 
সিলেটে মাঝারি ভূমিকম্প অনুভূত
১০