চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় বাড়ল

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১১
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি :বাসস

চট্টগ্রাম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় আরও একদিন বাড়ানো হয়েছে।

আগ্রহীরা আজ (বুধবার) পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত তা জমা দিতে পারবেন।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, গত কয়েকদিন আগের সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকে এখনও অসুস্থ। এছাড়া শিক্ষার্থীরা সময়সীমা বাড়ানো আবেদন জানিয়েছিলেন। এই কারণে সময়সীমা একদিন বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণে ইতোমধ্যে ১ হাজার ৮৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। যার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৮৮ জন এবং ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল সংসদের জন্য ৬০০ জন মনোনয়ন কিনেছেন। প্রাথমিকভাবে মনোনয়নপত্র বিতরণ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চললেও শেষদিন শিক্ষার্থীদের চাহিদার কারণে রাত ১০টা পর্যন্ত কার্যক্রম চলবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার পর প্রার্থীদের প্রাথমিক তালিকা আগামী ২১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সার্বিয়ায় রেল স্টেশনে দুর্ঘটনায় সাবেক মন্ত্রীসহ ১৩ জন অভিযুক্ত
পরিবারসহ শেখ হাসিনার দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১০ জনের সাক্ষ্য
স্বস্তির জয়ের পরও চিন্তায় লিটন
বিশেষজ্ঞরা ৪ পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন : আলী রীয়াজ
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
মাহমুদুর রহমানের জেরা শেষে নাহিদ ইসলামের সাক্ষ্য শুরু
পটুয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে একজন গ্রেপ্তার 
আনিসুল, আমুসহ নতুন মামলায় গ্রেফতার ৮ জন
খুলনায় ওয়ারেন্টভুক্ত চার আসামি গ্রেপ্তার
গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
১০