শিশুদের বাণিজ্যিক যৌন নিপীড়ন রোধে আইজেএমের ‘প্রজেক্ট সুরক্ষা’

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬
ছবি : বাসস

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে শিশুদের বাণিজ্যিক যৌন নিপীড়ন থেকে রক্ষা করতে নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম)।

আজ বুধবার রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘প্রজেক্ট সুরক্ষা’র। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও কার্যকর কাঠামো গড়ে তোলা জরুরি।

উদ্বোধনী বক্তব্যে আইজেএমের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহ-সভাপতি ক্লেয়ার উইলকিনসন বলেন,‘শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা ও শক্তিশালী কাঠামো অপরিহার্য।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজেএমের প্রধান কর্মসূচি কর্মকর্তা ব্লেয়ার বার্নস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। 

এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন অনির্বাণের সভাপতি আল-আমিন নয়ন, সিআইডির অতিরিক্ত ডিআইজি আলী আকবর খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. মাহবুবুর রহমান।

আয়োজকেরা জানান, প্রকল্পটির মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা, অপরাধীদের বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসন এবং বিচার দাবি বিস্তারে নানা কার্যক্রম নেওয়া হবে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ শ্যারন কোহ্ন উ, অ্যাটর্নি স্যামসন ইনোসেনসিও ও মারিয়া থেরেসা সি ক্যাসিনো দক্ষিণ এশিয়ায় পাচার ও নিপীড়ন মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরেন।

বিকেলে আয়োজিত এক প্যানেল আলোচনায় সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। 

সমাপনী বক্তব্য দেন ক্লেয়ার উইলকিনসন ও ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. সাইমা খান। প্রায় ২০০ জন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন। 

আইজেএম জানায়, গত ২৮ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় কাজ করছে তারা। বাংলাদেশেও সরকার, সুশীল সমাজ ও স্থানীয় জনগণের সঙ্গে কাজ করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ‘প্রজেক্ট সুরক্ষা’ বাস্তবায়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০