ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ইন্সপেকশন-১) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সভাপতি ডিআইজি ড. মো. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
জালাল উদ্দিন আহমেদ চৌধুরী আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়স্বজন ও অগণিত শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তিনি ১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
জালাল উদ্দিন পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং), ডিএনপিএস শাখা ও ক্রাইম ইস্ট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন। সবশেষ তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি (ইন্সপেকশন-১) হিসেবে কর্মরত ছিলেন।