বিনিয়োগ ভবনে সৌরশক্তি স্থাপনে বিডা ও ডেসকোর সমঝোতা স্বাক্ষর

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০
ছবি : বিডা ফেসবুক

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড আজ বুধবার আগারগাঁওয়ে অবস্থিত বিডার সদর দপ্তরে ১৫০ কিলোওয়াট-পিক ছাদ সৌরশক্তি ব্যবস্থা স্থাপন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অব.) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিডার পক্ষে, পরিচালক মোঃ মারুফুল আলম এবং বিদ্যুৎ পরিবেশকের পক্ষে ডেসকোর কোম্পানি সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, ডেসকো ৯,১০৫ বর্গফুট ছাদ এলাকায় সিস্টেমটি বাস্তবায়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করবে। ২০ বছর মেয়াদী এই প্রকল্পের জন্য প্রায় ৮.৯ মিলিয়ন টাকা ইনস্টলেশন ব্যয় হবে, এবং প্রকল্পের মেয়াদকালে রক্ষণাবেক্ষণ এবং প্রতিস্থাপনের জন্য অতিরিক্ত ৮.৭ মিলিয়ন টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

সৌরশক্তি ব্যবস্থাটি ২০ বছরে প্রায় ২.৮৫ মিলিয়ন কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে, যার মূল্য প্রায় ২৯.৯ মিলিয়ন টাকা। উৎপাদিত বিদ্যুতের ৯০ শতাংশ ডেসকো ব্যবহার করবে, এবং বাকি ১০ শতাংশ বিডা পাবে। অর্জিত কার্বন ক্রেডিট দুটি সংস্থার মধ্যে সমানভাবে ভাগ করা হবে।

প্রকল্পটির কাজ ১ অক্টোবর, ২০২৫ তারিখে দরপত্র আহ্বানের মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে এবং ৩১ জানুয়ারী, ২০২৬ তারিখের মধ্যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ এই উদ্যোগটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা।

অনুষ্ঠানে আশিক চৌধুরী বলেন, "এই প্রকল্পটি সরকারি প্রতিষ্ঠানের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে, যা সারা দেশে একই ধরণের উদ্যোগকে উৎসাহিত করবে।" 

এদিকে, ২০২৫ সালের জুলাই মাসে, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতীয় ছাদ সৌর কর্মসূচি চালু করে, যার লক্ষ্য ছিল ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালে সৌরশক্তি স্থাপন করা। ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি অর্জনের লক্ষ্যে জাতির যাত্রায় এই কর্মসূচিকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০