পাখি আমদানির আড়ালে টাকা পাচারের অভিযোগে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০২
ফাইল ছবি

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, বন বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সঙ্গে অসাধুদের যোগসাজশে পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ, ঢাকা কার্যালয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। 

দুদক আরো জানায়, অভিযানকালে অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম কর্তৃক আমদানিকারকদের বিগত সময়ে আমদানিকৃত পাখির সংখ্যা, আমদানিকৃত পাখির পরিদর্শন প্রতিবেদন, আমদানিকারকদের প্রদানকৃত এনওসি এবং সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

এদিকে, কুষ্টিয়া জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম প্রথমে কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে।

পরবর্তীতে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে টিম সরেজমিনে পরিদর্শন করে। এ সময় আবাসিক ও বহির্বিভাগের রোগীদের সাথে কথা বলে তারা হাসপাতাল থেকে নির্ধারিত টেস্টসমূহ করাতে পারছে কি না সে ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া এক্স-রে মেশিনসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির কার্যকারিতা এবং ব্যবহারিক অবস্থা সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।

এছাড়া, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন, কার্যাদেশ প্রদানে অনিয়ম এবং ঠিকাদারদের বিল প্রদানে শতকরা হারে ঘুস দাবিসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের রাঙ্গামাটির সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সাজেকের গাড়ি পার্কিং সংক্রান্ত কাজ, জেলা পরিষদের টোলের নথি, বিভিন্ন উপজেলায় কাজু বাদামসহ গাছের চারা বিতরণ কাজের নথিসহ অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য কাজের টেন্ডার সংক্রান্ত নথি সংগ্রহ করা হয়। পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম জেলা পরিষদ সদস্যসহ জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে।

দুদক জানায়, প্রতিটি অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০