ইইউ প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে ইসির বৈঠক ২২ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮ আপডেট: : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৭
নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে।

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, 'ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল আগামী ২২ সেপ্টেম্বর ইসি কার্যালয়ে আসবেন। তারা একজন নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে ইসি সচিবালয়ের কর্মকর্তা পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও তাদের বৈঠক হবে।'

তিনি জানান, এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

এর আগে ইসি সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনার জন্য ইইউ একটি প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে পাঠাবে। সেই ধারাবাহিকতায় প্রতিনিধি দল রোববার ইসির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করতে যাচ্ছে।

জানা গেছে, প্রতিনিধি দলে তিনজন বিদেশি পর্যবেক্ষক এবং চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। তারা প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট (ভোটপূর্ব পরিবেশ) যাচাই করতে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

ইসি কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের বৈঠক দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সহায়তা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০