দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল 

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৮
বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ। 

আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে, সেটা ঐক্যবদ্ধভাবে। দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে নিজেদেরই। সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় রাজনীতিকদের নিতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে, এবারও নেবে। বাইরের সিদ্ধান্তের কোনও প্রয়োজন নেই। 

মির্জা ফখরুল বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। 

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ বিষয়ে কোনও সন্দেহ নাই। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনও ইস্যুতে রাজপথে আসেনি। আলোচনার মধ্য দিয়েই সব সমস্যা সমাধানের করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে। বিএনপি সবসময় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে বিশ্বাস করে।

বিএনপি পিআরের পক্ষে নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয় নিয়ে বিএনপি একমত হয়েছে। একটা বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে তা জনগণের সমর্থনে আসে। পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করতে পারবে, সংশোধনী করতে পারবে, সেখানেই সেটা সম্ভব।

তিনি বলেন, আমরা আগেও বলেছি, কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। 

জাতিসংঘে যাওয়া নিয়ে ফখরুল বলেন, ফরেন মিনিস্ট্রি ও ড. ইউনূসের সঙ্গে এখনও কথা হয়নি জাতিসংঘ সফর নিয়ে, সেখানে কী ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনও। তবে দেশের সম্পর্কে, গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০