দুদকের দুই অভিযান: স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভায় অনিয়ম

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৮

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ দুটি অভিযোগের ভিত্তিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাদারীপুরের রাজৈর পৌরসভা ও শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করেছে।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতাল পরিদর্শন করে। তারা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান, খাদ্যের মান ও প্যাথলজি সেবার মান যাচাই করে। হাসপাতালের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পরিচ্ছন্নতাও সরেজমিনে পর্যবেক্ষণ করা হয় এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। রোগীদের জন্য ডায়েট স্কেল অনুযায়ী খাবার সরবরাহ হচ্ছে কি না তা নিবিড়ভাবে পরিদর্শনসহ প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

এদিকে মাদারীপুর জেলার রাজৈর পৌরসভায় পৌরকর আত্মসাৎ, হয়রানি, ঘুষ বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে রাজৈর পৌরসভার কর আদায়কারীর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক আলামত পাওয়া যায়। একইভাবে, রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।

এছাড়া ৬৮ নং সাফেয়া শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোন লিখিত অফিস আদেশ ছাড়াই শিক্ষা অফিসে ডাটা এন্ট্রির কাজে নিয়োজিত রয়েছেন, যা দায়িত্ব পালনের সঙ্গে সাংঘর্ষিক।

দুদক জানায়, অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনের সিদ্ধান্ত চেয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০