চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:২২
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচিত ৬০ থেকে ৭০ শতাংশ বিষয়ে বিএনপি ইতিমধ্যেই ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

তিনি বলেন, ‘চলমান সংস্কারপ্রক্রিয়া আমরা ইতিমধ্যেই ৬০ থেকে ৭০ শতাংশ বিষয়ে একমত হয়েছি। আরও ১০ বা ২০টি বিষয়ে মতবিরোধ থাকতে পারে।

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানটি আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)।

চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে আব্দুল মঈন খান করেন, ‘প্রতিটি ব্যক্তির ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। 

যদি আমরা এই বৈচিত্র্যকে মেনে নিতে না পারি, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে এগোতে পারবে না।’

অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের আস্থা রাখা উচিত মন্তব্য করে তিনি বলেন,  বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সেখানে ভোটাররা যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।

সিজিএস সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনায় নিরাপত্তা বিশ্লেষক, জ্বালানি বিশেষজ্ঞ, প্রাক্তন কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০