চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২

চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) আ ন ম কামরুল হাসনাত চৌধুরী বলেছেন, পুলিশ প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠাতে বিচারক সবসময় নির্দেশনা দিয়ে থাকেন। তাই এখন অনেক মামলার পুলিশ প্রতিবেদন সময়মত আদালতে পৌঁছাচ্ছে। 

এছাড়া ট্রাইব্যুনালের বিচারক মামলার সমন, ওয়ারেন্ট যথাসময়ে জারি করে মামলার কার্যক্রমকে তরান্বিত করেন। ফলে মামলার দীর্যসূত্রিতা হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার পিপি আ ন ম কামরুল হাসনাত চৌধুরী জানান, মামলার সাক্ষীদের যথাসময়ে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্যগ্রহণে বিচারক আন্তরিক হওয়ায় বিচারপ্রার্থীদের হয়রানি কমেছে। মামলা এমসি দেয়ার ক্ষেত্রে বিচারক কঠোর হওয়ায় হয়রানিমূলক মামলা কমে গেছে। তাই নতুন করে মামলা রুজু করার হারও কমেছে ৪র্থ ট্রাইব্যুনালে।

জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ চট্টগ্রামে মোট মামলার সংখ্যা ২ হাজার ৪৯ টি। এতে নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে ১ হাজার ৫০১টি। শিশু মামলা ৪১২টি। বিভিন্ন মামলায় নারী ও শিশু মামলা দুইটি। নারী ও শিশু মামলা নিস্পত্তি হয়েছে চারটি। পিটিশন মামলা হয়েছে সাতটি। 

এছাড়া পাঁচ বছরের অধিক বিচারাধীন মামলার সংখ্যা ২৫৯টি। হাইকোর্ট বিভাগের স্থগিতকৃত মামলার সংখ্যা ৩৬টি। গত আগষ্ট মাসে এই আদালতে মামলা ছিল ১৪৭৫টি।

এই আদালতে আগত বিচারপ্রার্থীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামে পৃথক সাতটি ট্রাইব্যুনাল থাকায় বিচারপ্রার্থীদের হয়রানি অনেক কমে গেছে। বর্তমানে অনেক মামলার অগ্রগতি তার প্রমাণ। 

বিচারপ্রার্থীরা, সাক্ষ্যগ্রহণসহ মামলার অগ্রগতি দেখে ন্যায় বিচার পাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০