চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২

চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) আ ন ম কামরুল হাসনাত চৌধুরী বলেছেন, পুলিশ প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠাতে বিচারক সবসময় নির্দেশনা দিয়ে থাকেন। তাই এখন অনেক মামলার পুলিশ প্রতিবেদন সময়মত আদালতে পৌঁছাচ্ছে। 

এছাড়া ট্রাইব্যুনালের বিচারক মামলার সমন, ওয়ারেন্ট যথাসময়ে জারি করে মামলার কার্যক্রমকে তরান্বিত করেন। ফলে মামলার দীর্যসূত্রিতা হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার পিপি আ ন ম কামরুল হাসনাত চৌধুরী জানান, মামলার সাক্ষীদের যথাসময়ে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্যগ্রহণে বিচারক আন্তরিক হওয়ায় বিচারপ্রার্থীদের হয়রানি কমেছে। মামলা এমসি দেয়ার ক্ষেত্রে বিচারক কঠোর হওয়ায় হয়রানিমূলক মামলা কমে গেছে। তাই নতুন করে মামলা রুজু করার হারও কমেছে ৪র্থ ট্রাইব্যুনালে।

জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ চট্টগ্রামে মোট মামলার সংখ্যা ২ হাজার ৪৯ টি। এতে নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে ১ হাজার ৫০১টি। শিশু মামলা ৪১২টি। বিভিন্ন মামলায় নারী ও শিশু মামলা দুইটি। নারী ও শিশু মামলা নিস্পত্তি হয়েছে চারটি। পিটিশন মামলা হয়েছে সাতটি। 

এছাড়া পাঁচ বছরের অধিক বিচারাধীন মামলার সংখ্যা ২৫৯টি। হাইকোর্ট বিভাগের স্থগিতকৃত মামলার সংখ্যা ৩৬টি। গত আগষ্ট মাসে এই আদালতে মামলা ছিল ১৪৭৫টি।

এই আদালতে আগত বিচারপ্রার্থীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামে পৃথক সাতটি ট্রাইব্যুনাল থাকায় বিচারপ্রার্থীদের হয়রানি অনেক কমে গেছে। বর্তমানে অনেক মামলার অগ্রগতি তার প্রমাণ। 

বিচারপ্রার্থীরা, সাক্ষ্যগ্রহণসহ মামলার অগ্রগতি দেখে ন্যায় বিচার পাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরের পীরগাছায় গাছের পাতা থেকে তৈরি হচ্ছে তেল
বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
১০