ঢাকাসহ ৩ জেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০৭৪ কেজি পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৩

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে পরিবেশ অধিদপ্তর একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে দু’টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি মামলার মাধ্যমে মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ১ হাজার ৭৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও, বাজার ও সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক এবং সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

একই দিনে ঢাকা মহানগরের মিরপুর বাঙলা কলেজ এলাকায় যানবাহনের মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পাঁচটি মামলার মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি পরিবহনের চালককে সতর্ক করা হয়।

এছাড়া, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে ঢাকার খিলক্ষেত, বনানী ও মিরপুর এলাকা এবং নারায়ণগঞ্জ ও রাজবাড়ী জেলায় পাঁচটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ১৯টি মামলার মাধ্যমে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন
গান পাউডারসহ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার 
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ নীতি বিষয়ক কর্মশালা
বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা প্রদানের আহ্বান বিশেষজ্ঞদের 
ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ২২০৮ মামলা
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ
নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমেদ
ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি
১০