ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে পরিবেশ অধিদপ্তর একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে দু’টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি মামলার মাধ্যমে মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ১ হাজার ৭৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও, বাজার ও সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক এবং সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।
একই দিনে ঢাকা মহানগরের মিরপুর বাঙলা কলেজ এলাকায় যানবাহনের মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পাঁচটি মামলার মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি পরিবহনের চালককে সতর্ক করা হয়।
এছাড়া, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে ঢাকার খিলক্ষেত, বনানী ও মিরপুর এলাকা এবং নারায়ণগঞ্জ ও রাজবাড়ী জেলায় পাঁচটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ১৯টি মামলার মাধ্যমে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।