৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৩
ছবি : বাসস

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ  এর চূড়ান্ত পর্বের দ্বাদশ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে নয় পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। 

সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। 

সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় স্থানে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ছয় পয়েন্ট করে নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

দ্বাদশ রাউন্ডের খেলা আজ শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের লেবেল-৪ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আজকের দ্বাদশ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ কালো ঘুঁটি নিয়ে ইতালিয়ান গেম পদ্ধতির খেলায় ৭৭ চালে মোহাম্মদ শাকের উল্লাহকে পরাজিত করেন।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন। ফাহাদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে ৩৮ চালে মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন।

ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনের কাছে হেরে গেছেন। মোঃ শরীফ হোসেন কালো ঘুঁটি নিয়ে তাহসিন তাজওয়ার জিয়া ক্যাটালান ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে ৬৮ চালে জয়ী হন।

আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় নিজ দলের ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদের সাথে ড্র করেন। মনন রেজা নীড় কালো ঘুঁটি নিয়ে মোহাম্মদ জাভেদের ক্যাটালন ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩২ চালের মাথায় ড্র করেন।

ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফকে পরাজিত করেন। সাকলাইন কালো ঘুঁটি নিয়ে মোঃ আবু হানিফের কুইনস্ পন ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৪ চালে জয়ী হন।

ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ড্র করেন। সুব্রত বিশ্বাস সাদা ঘুঁটি নিয়ে কুইনস পন ওপেনিং পদ্ধতিতে খেলে ১৮ চালে খন্দকার আমিনুল ইসলামের সাথে ড্র করেন।

ত্রয়োদশ ও শেষ রাউন্ডের খেলা আগামীকাল বুধবার বেলা সাড়ে তিন টা হতে একই স্থানে শুরু হবে। খেলাগুলো হলো ঃ ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ বনাম ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন বনাম ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ, অনত চৌধুরী বনাম ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম বনাম আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বনাম ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান বনাম মোহাম্মদ শাকেরর উল্লাহ এবং আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় বনাম আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন
গান পাউডারসহ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার 
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ নীতি বিষয়ক কর্মশালা
বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা প্রদানের আহ্বান বিশেষজ্ঞদের 
ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ২২০৮ মামলা
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ
নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমেদ
ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি
১০