বিদেশী টি২০ লিগে খেলোয়াড়দের এনওসি বাতিল করেছে পিসিবি

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিদেশের মাটিতে সব ধরনের টি২০ লিগে এ পর্যন্ত খেলোয়াড়দের দেয়া নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক বিবৃতিতে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সাইদ খেলোয়াড়দের বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। বিবৃবিতে বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনক্রমে লীগ এবং দেশের বাইরের অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের জন্য সমস্ত অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।’

এই নিষেধাজ্ঞার বিষয়ে পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন কারণ উল্লেখ করা হয়নি।

গত রোববার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পরাজয়ের মাত্র একদিনের মধ্যে পাকিস্তানী খেলোয়াড়রা বোর্ডের এই সিদ্ধান্তের মুখে পড়লো। এই স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে সে বিষয়টিও স্পষ্ট করেনি পিসিবি। 

এই সিদ্ধান্তের কারনে বিদেশি লিগে নিয়মিত খেলা পাকিস্তানী বেশ কিছু খেলোয়াড় বিপাকে পড়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদী। এই তিনজনসহ মোট সাত পাকিস্তানী ক্রিকেটারের ডিসেম্বরে বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার কথা ছিল। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে আইএলটি-টোয়েন্টির নিলামের জন্যও সংক্ষিপ্ত তালিকায় আছেন ১৮ জন পাকিস্তানী খেলোয়াড়। তাদের মধ্যে আছেন নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানের মতো তারকারা।

বিবিএল’এ পাকিস্তানী সুপারস্টার ব্যাটার বাবর আজম সিডনি সিক্সার্স, শাহিন শাহ আফ্রিদী ব্রিসবেন হিট, মোহাম্মদ রিজওয়ান মেলবোর্ন রেনেগেডস, হারিস রউফ মেলবোর্ন স্টার্স, অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অল-রাউন্ডার হাসান খান মেলবোর্ন রেনেগেডস, লেগ স্পিনার শাদাব খান সিডনি থান্ডার ও ডান হাতি পেসার হাসান আলি এডিলেড স্ট্রাইকার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ২২০৮ মামলা
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ
নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমেদ
ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি
স্কুল হ্যান্ডবলের সেমিফাইনালে সানিডেইল, সেন্ট গ্রেগরী, নারিন্দা ও মুসলিম হাই স্কুল
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে শিগগিরই শুরু হবে সমন্বিত প্রশিক্ষণ কোর্স: তথ্য উপদেষ্টা
পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১০
প্যারিসে হোটেলের বাইরে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ
১০