অনুশীলনে চোট পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নেট অনুশীলনে কনুইয়ে আঘাত পেয়ে আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া টি২০ সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে মাউন্ট মঙ্গানুইয়ে নেট অনুশীলনে বোলিংয়ের সময় বিগ-হিটিং ব্যাটসম্যান মিশেল ওয়েনের একটি শট এসে তার কনুইয়ে আঘাত করে। অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটার ম্যাথু শর্ট এসময় নেটে খুব কাছে থেকে বিষয়টি দেখেছেন। শর্ট জানিয়েছেন, আঘাতটা গুরুতর মনে হয়েছে। 

ম্যাক্সওয়েলের জায়গায় টি২০ দলে উইকেটরক্ষক-ব্যাটার জোস ফিলিপকে নেয়া হয়েছে। 

এর আগে রাইট কাফ ইনজুরির কারনে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন জোস ইংলিস। তার জায়গায় দলে ডাকা হয়েছে এ্যালেক্স ক্যারেকে। 

৩৬ বছর বয়সী ম্যাক্সওয়েল ক্যারিয়ারে বেশ কয়েকবার দীর্ঘ ইনজুরির কবলে পড়েছেন। তিন বছর আগে ৫০তম জন্মদিনে তার পায়ের হাড়ে চিড় ধরেছিল। এর আগে ২০২৩ বিশ্বকাপে গলফ কার্ট থেকে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত পেয়েছিলেন। 

আগামীকাল থেকে মাউন্ট মঙ্গানুইতে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে। সিরিজের বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। 

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের হোম টি২০ সিরিজেও এখন ম্যাক্সওয়েলের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ২২০৮ মামলা
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ
নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমেদ
ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি
স্কুল হ্যান্ডবলের সেমিফাইনালে সানিডেইল, সেন্ট গ্রেগরী, নারিন্দা ও মুসলিম হাই স্কুল
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে শিগগিরই শুরু হবে সমন্বিত প্রশিক্ষণ কোর্স: তথ্য উপদেষ্টা
পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১০
প্যারিসে হোটেলের বাইরে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ
১০