ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, এবার ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হয় ২২টি দলের তথ্য। যাচাই শেষে দুই দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ-নির্বাচন কমিশনের প্রাথমিক অনুমোদন পেয়েছে। পাশাপাশি আরও ১২টি দলকে পর্যালোচনার আওতায় রাখা হয়েছে।
সচিব আরও জানান, এনসিপিকে প্রতীক নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। প্রতীক নির্বাচনের পরপরই তাদের বিরুদ্ধে কারও আপত্তি থাকলে তা জানানোর জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে দল দুটিকে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪। নতুন দুটি দল নিবন্ধন পেলে এই সংখ্যা আরও বাড়বে।