শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৫:৪২
ছবি : বাসস

শেরপুর, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার ঝিনাইগাতী উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। 
উপজেলা পরিষদ সভাকক্ষে আজ বুধবার বেলা ১১টায় উন্মুক্ত লটারি মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।

ডিলারশীপ প্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো.শাহজাহান আনন্দ প্রমুখ।

জানা গেছে, এবার উপজেলার ৭টি ইউনিয়নের ১৪টি বিক্রয়কেন্দ্রের জন্য ডিলারশিপ পেতে মোট ২১৯ জন আবেদন করেছিলেন। পরে উন্মুক্ত লটারির মাধ্যমে মোট ১৪ জন ডিলার চূড়ান্ত করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন এবং এই কর্মসূচির সুফল সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে মাদক মামলায় যুবকের কারাদণ্ড
হামাসকে নিরস্ত্রীকরণই বড় চ্যালেঞ্জ : জেডি ভ্যান্স
অডিও-ভিজ্যুয়াল প্রকল্প পরিদর্শনে বাসস চেয়ারম্যান, সময়মতো কাজ শেষের তাগিদ
নোয়াখালী শহরের জেলখানা সড়কের সংস্কার কাজের উদ্বোধন
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৬
শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে গঠনমূলক শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য: প্রধান উপদেষ্টা 
ব্যাংকগুলোতে এআই-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য দিকনির্দেশনা চায় বিআইবিএম
রাজশাহীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সভা
ফরিদপুরে সাংবাদিক আনিচুর হামলার শিকার
সংক্রমণ প্রতিরোধ সহায়তায় বিএমইউ এবং ডব্লিউএইচও’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
১০