জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৭:০৯
ছবি : বাসস

দিনাজপুর, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বাত্মকভাবে দেশের সকল স্তরে উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কর্মসূচি বাস্তবায়ন করবে।

দিনাজপুরের বিরামপুর উপজেলায় হাট-বাজারসহ একাধিক জনবহুল স্থানে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় বিরামপুর উপজেলার পুরাতন বাজার এলাকায় জাহিদ হোসেন স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে ডা. জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচির  লিফলেটে ভোটারদের সব ধরনের প্রত্যাশার কথা উল্লেখ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার দায়িত্ব দিলে, আমরা সর্বাত্মকভাবে দেশের সকল স্তরে উন্নয়নসহ জনগণের প্রত্যাশা পূরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর এ দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ভোট দিতে পারেনি। আমরা জনগণের সেই অধিকার বাস্তবায়নে কাজ শুরু করেছি। জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা তাদের ভোট দেওয়ার অধিকার বাস্তবায়ন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের প্রত্যাশা পূরণে সব ধরনের পরিকল্পনা করছেন।

কোনো অপশক্তি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করতে না পারে, এজন্য বিএনপি নেতা-কর্মীসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এসময় তার সঙ্গে দিনাজপুর ৬ আসনের চারটি উপজেলা—বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০