রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৬

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৮:২১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়া ইউক্রেনে রাতে হামলা চালিয়েছে। রাশিযার ওই হামলায় কিয়েভ ও এর আশপাশের এলাকায় ছয় জন নিহত এবং অনেকেই আহত  হয়েছে বলে জানা গেছে। 

রাশিয়ার হামলার ফলে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে একটি পরিকল্পিত বৈঠক বাতিল হওয়ার পর এ হামলা চালায় রাশিয়া। 

প্রায় চার বছর ধরে চলা এ যুদ্ধ নিরসনের প্রচেষ্টা আরেকটি বাধার সম্মুখীন হওয়ার একদিন পর এই হামলাটি ঘটল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আরেকটি রাত প্রমাণ করছে যে যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়া যথেষ্ট চাপ অনুভব করছে না। 

তিনি বলেন, রাশিয়ার হামলায় ১৭ জন আহত হয়েছে। নিহত হয়েছে ছয় জন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

এএফপি’র সাংবাদিকরা জানান, রাশিয়ার হামলার সময় কিয়েভে তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং শহরের আকাশে ধোঁয়ার স্তম্ভ দেখতে পেয়েছেন।

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় রাশিয়া। 

জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার কারণে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।’ 

রাশিয়া বলেছে, তারা রাতে ইউক্রেনের ৩৩টি ড্রোন ভূপাতিত করেছে।

তবে তারা এই হামলার ফলে কোনো বড় ক্ষতির খবর দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’ : জেলেনস্কি
রাজশাহীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনা মানসিক হাসপাতালের উন্নয়নে ১৩০০ কোটি টাকা চাওয়া হয়েছে: ডা. সায়েদুর রহমান
আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর 
ইউরোপে জেলেনস্কির ঝটিকা সফর 
ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের প্রতীকের তালিকা প্রকাশ করবে স্পেন
নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 
২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার কমানো জরুরি
পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা 
সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
১০