ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে করতে না পারলে বিশ্ব, মানুষ এবং জাতির কাছে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার বলেন, ভালো নির্বাচন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সুন্দর, সুষ্ঠু ও মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।
আজ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-দের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত (টিওটি) প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
ইসি মাছউদ বলেন, আমরা যারা জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য আইনগতভাবে বাধ্য ছিলাম, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতাম তাহলে কি জাতিকে এই নির্মম পরিণতি দেখতে হতো? পার্শ্ববর্তী রাষ্ট্রের জনসংখ্যা ১৪০ কোটি, যদি তাদের এই পরিণতি না হয়। তবে এক জাতি, এক দেশ হয়েও কেন আমরা পারবো না?
নির্বাচনের দায়িত্বকে তিনি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমানতের খেয়ানত যে করে, সে মুনাফেক। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাই হলো আমাদের আমানত। এটাই সকল ধর্মের মূল নীতিকথা।’
ইসি মাছউদ আরও বলেন, ‘প্রত্যেকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করলে সকল প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে সুন্দর, সুষ্ঠু এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হব।’
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।