নোয়াখালী শহরের জেলখানা সড়কের সংস্কার কাজের উদ্বোধন

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৮:২১
নোয়াখালী, ২২ অক্টোবর, শহরের জেলখানা সড়কের সংস্কার কাজের উদ্বোধন। ছবি : বাসস

নোয়াখালী, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলা শহর মাইজদীর অত্যন্ত ব্যস্ততম জেলখানা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ১৮ কোটি ১৯ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে নোয়াখালী পৌরসভা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল, পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল খান, পৌর নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনসহ জেলা ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা। 

অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, মাইজদী বাজার জেল খানা সড়কটি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে বেশ কয়েকটি সরকারি দপ্তর ছাড়াও জেলা শহর এবং শহরের বাহিরের অনেক মানুষ চলাচলা করেন। সড়কটি ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে চলাচলকারীরা সীমাহীন ভোগান্তির শিকার হয়ে আসছেন। মানুষের কষ্টের কথা বিবেচনা করে পৌরসভা অগ্রাধীকার ভিত্তিতে সড়কটির নির্মাণকাজ হাতে নিয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, সড়কটির দৈর্ঘ প্রায় তিন কিলোমিটার। এটি মাইজদী বাজার থেকে শুরু হয়ে জেলা কারাগারের সামনে দিয়ে ঘুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের উত্তর পাশে দিয়ে নতুন বাসস্ট্যান্ডের সঙ্গে মিলেছে। সড়কটির ৫৫৫ মিটার অংশ পাথর ও রডের ঢালাই করা হবে। আর বাকি অংশ কার্পেটিং করা হবে। সেই সঙ্গে সড়কের দুই পাশে জনসাধারণের চলাচলের সুবিধার্থে ১ হাজার ৯০০ মিটার ফুটপাত ছাড়া পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হবে পাঁচ কিলোমিটারের বেশি। প্রকল্প বাস্তবায়নের সময়কাল ১৫ মাস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০