অডিও-ভিজ্যুয়াল প্রকল্প পরিদর্শনে বাসস চেয়ারম্যান, সময়মতো কাজ শেষের তাগিদ

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৮:২২
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন। ফাইল ছবি

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন আজ সংস্থার অডিও-ভিজ্যুয়াল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন এবং প্রকল্পটি দ্রুত ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন।

দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন এ পর্যন্ত অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং গুণগত মান বজায় রেখে কাজের গতি আরও বাড়ানোর আহ্বান জানান, যাতে জাতীয় সংবাদ সংস্থার অডিও-ভিজ্যুয়াল বিভাগটি নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হয়।

বাসস কার্যালয়ে পৌঁছলে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ চেয়ারম্যানকে স্বাগত জানান। ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ ফজলুল হকও এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রধান সম্পাদক চেয়ারম্যানকে অডিও-ভিজ্যুয়াল স্টুডিও, নিউজরুম এবং বাসসের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান এবং চলমান প্রকল্পের অগ্রগতি ও প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শন শেষে আনোয়ার আলদীন প্রকল্পের সার্বিক অগ্রগতি ও বাসসের আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত অন্যান্য চলমান উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে অডিও-ভিজ্যুয়াল প্রকল্পটি চালু হলে এটি সংস্থার মাল্টিমিডিয়া সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং দেশের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে বাসসের ভূমিকা আরও সুদৃঢ় করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০