অডিও-ভিজ্যুয়াল প্রকল্প পরিদর্শনে বাসস চেয়ারম্যান, সময়মতো কাজ শেষের তাগিদ

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৮:২২
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন। ফাইল ছবি

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন আজ সংস্থার অডিও-ভিজ্যুয়াল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন এবং প্রকল্পটি দ্রুত ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন।

দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন এ পর্যন্ত অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং গুণগত মান বজায় রেখে কাজের গতি আরও বাড়ানোর আহ্বান জানান, যাতে জাতীয় সংবাদ সংস্থার অডিও-ভিজ্যুয়াল বিভাগটি নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হয়।

বাসস কার্যালয়ে পৌঁছলে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ চেয়ারম্যানকে স্বাগত জানান। ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ ফজলুল হকও এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রধান সম্পাদক চেয়ারম্যানকে অডিও-ভিজ্যুয়াল স্টুডিও, নিউজরুম এবং বাসসের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান এবং চলমান প্রকল্পের অগ্রগতি ও প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শন শেষে আনোয়ার আলদীন প্রকল্পের সার্বিক অগ্রগতি ও বাসসের আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত অন্যান্য চলমান উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে অডিও-ভিজ্যুয়াল প্রকল্পটি চালু হলে এটি সংস্থার মাল্টিমিডিয়া সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং দেশের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে বাসসের ভূমিকা আরও সুদৃঢ় করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’ : জেলেনস্কি
রাজশাহীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনা মানসিক হাসপাতালের উন্নয়নে ১৩০০ কোটি টাকা চাওয়া হয়েছে: ডা. সায়েদুর রহমান
আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর 
ইউরোপে জেলেনস্কির ঝটিকা সফর 
ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের প্রতীকের তালিকা প্রকাশ করবে স্পেন
নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 
২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার কমানো জরুরি
পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা 
সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
১০