ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন আজ সংস্থার অডিও-ভিজ্যুয়াল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন এবং প্রকল্পটি দ্রুত ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন।
দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন এ পর্যন্ত অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং গুণগত মান বজায় রেখে কাজের গতি আরও বাড়ানোর আহ্বান জানান, যাতে জাতীয় সংবাদ সংস্থার অডিও-ভিজ্যুয়াল বিভাগটি নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হয়।
বাসস কার্যালয়ে পৌঁছলে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ চেয়ারম্যানকে স্বাগত জানান। ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ ফজলুল হকও এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রধান সম্পাদক চেয়ারম্যানকে অডিও-ভিজ্যুয়াল স্টুডিও, নিউজরুম এবং বাসসের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান এবং চলমান প্রকল্পের অগ্রগতি ও প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শন শেষে আনোয়ার আলদীন প্রকল্পের সার্বিক অগ্রগতি ও বাসসের আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত অন্যান্য চলমান উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে অডিও-ভিজ্যুয়াল প্রকল্পটি চালু হলে এটি সংস্থার মাল্টিমিডিয়া সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং দেশের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে বাসসের ভূমিকা আরও সুদৃঢ় করবে।