ফরিদপুরে সাংবাদিক আনিচুর হামলার শিকার

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৮:১৬
বাসসের ফরিদপুর প্রতিনিধি আনিচুর রহমান। ছবি : বাসস

ফরিদপুর, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফরিদপুর জেলা প্রতিনিধি আনিচুর রহমান হামলার শিকার হয়েছেন। 

আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটের খোদাবক্স সড়কে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার আনিচুর রহমান জানান, সকালে অর্ধশতাধিক ব্যক্তি লাঠিসোটা নিয়ে মহড়া দিয়ে একটি ভবন ভাঙচুর করছিল। এ সময় সেখানে ছবি তুলতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে বেধড়ক মারপিট ও কিলঘুষি দিয়ে আহত করে। তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা তাকে সেখানে অবরুদ্ধ করে রাখে। পরে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

আনিচুর রহমান আরও জানান, হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোনসহ দুইটি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা মারধরের সময় তাকে কুপিয়ে হত্যার হুমকিও দিয়েছে বলে জানান এ সাংবাদিক। 

লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০