গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরাইলে বৃটিশ সেনা মোতায়েন

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৫:৪৬

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিশনে ইসরাইলে ‘স্বল্পসংখ্যক’ বৃটিশ সেনা মোতায়েন করা হয়েছে। 

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার (সিএমসিসি)-এ যুক্তরাজ্যের কয়েকজন পরিকল্পনা কর্মকর্তা যুক্ত হয়েছেন।’ 

তাদের মধ্যে একজন এই অভিযানের ডেপুুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে বৃটেন এই প্রচেষ্টায় ‘নোঙরের ভূমিকা’ পালন করবে।

সোমবার লন্ডনের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ভূমিকা রাখতে পারি।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে আমরা একজন প্রথম সারির, টু-স্টার কর্মকর্তাকে বেসামরিক ও সামরিক কমান্ডের ডেপুটি কমান্ডার হিসেবে নিযুক্ত করেছি। সুতরাং, বৃটেন একটি নোঙরের ভূমিকা পালন করবে।’

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরাইলের দক্ষিণ-পশ্চিমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বয় একটি কেন্দ্র উদ্বোধনের পরপরই এই তথ্য নিশ্চিত করা হয়।

যুদ্ধবিরতি বাস্তবায়নে বেশ কিছু উত্তেজনা দেখা দিয়েছে। 

হামাস জানিয়েছে, গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচে থাকা বাকি ইসরাইলি জিম্মিদের লাশ খুঁজে বের করতে তাদের সময় ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ 
চট্টগ্রামে মাদক মামলায় যুবকের কারাদণ্ড
হামাসকে নিরস্ত্রীকরণই বড় চ্যালেঞ্জ : জেডি ভ্যান্স
অডিও-ভিজ্যুয়াল প্রকল্প পরিদর্শনে বাসস চেয়ারম্যান, সময়মতো কাজ শেষের তাগিদ
নোয়াখালী শহরের জেলখানা সড়কের সংস্কার কাজের উদ্বোধন
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৬
শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে গঠনমূলক শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য: প্রধান উপদেষ্টা 
ব্যাংকগুলোতে এআই-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য দিকনির্দেশনা চায় বিআইবিএম
রাজশাহীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সভা
ফরিদপুরে সাংবাদিক আনিচুর হামলার শিকার
১০