ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামী বছর রোলা গ্যাঁরোর টুর্ণামেন্টে লাইন জাজদের বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন (এফএফটি) আজ এই ঘোষনা দিয়েছে।
এ বছর উইম্বলডন, অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেনে লাইন জাজদের বাদ দেওয়ার পর, ক্লে-কোর্ট মেজর হল একমাত্র গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট যেখানে স্বয়ংক্রিয় লাইন-কলিং ব্যবহার করা হয়নি।
এফএফটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরবর্তী রোলা গ্যাঁরো টুর্ণামেন্টে এফএফটি বিশ্বব্যপী স্বীকৃত ফরাসি আম্পায়ারিং উৎকর্ষতা অব্যাহত রাখবে।’
রোলা গ্যাঁরো আয়োজকরা বিশ্বাস করেন ক্লে-কোর্ট টেনিসে ইলেক্ট্রনিক সিস্টেমের চেয়ে লাইন কল করার জন্য মানুষের চোখ এখনও বেশি নির্ভরযোগ্য।