ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফ্রান্সে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ আজ মঙ্গলবার একটি হোটেলের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক সংস্কৃতিমন্ত্রী। রাষ্ট্রদূত ইমানুয়েল নকোসিনাথি এমথেথওয়া অবশ্য ‘নাথি মেথওয়া’ নামে বেশি পরিচিত। তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা’র ঘনিষ্ঠ ছিলেন।
প্রসিকিউটররা জানান, বহুতল বিশিষ্ট হোটেল ভবনে রাষ্ট্রদূতের কক্ষের জানালা জোর করে খোলা হয়েছিল। তাকে হোটেলের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে।
প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ৫৮ বছর বয়সী নাথি মেথওয়া ২২ তলায় একটি রুম বুক করেছিলেন। রুমটির সুরক্ষিত জানালা জোর করে খোলা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এএফপিকে জানিয়েছে, রাষ্ট্রদূত অবসাদে ভুগছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।