দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকুন: পুলিশ সুপার

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৪
ছবি : বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেছেন, উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উৎযাপিত হচ্ছে। পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে। দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার আমুচিয়া শ্যাম চাঁদ ঠাকুর বাড়ির দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামী দিনগুলোও সুন্দরভাবে উদযাপিত হবে পূজা। পুলিশ আপনাদের পাশে আছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা এসপি সন্তোষ প্রকাশ করে বলেন, শুরু থেকেই নিরাপত্তার জাল বিছানো আছে। যদি প্রয়োজন হয় পুলিশ ফোর্স আরও বাড়ানো হবে।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারী ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজ খবর নেন এসপি সানতু। এর আগে কানুনগোপাড়া গৌরাঙ্গ বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের কর্মকর্তারা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা ডা.মহসিন খান তরুন, জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক ত্রিদীপ চৌধুরী সুফল, সঞ্জয় দাশ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে মিষ্টির দোকানকে ১ লাখ টাকা জরিমানা
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরাইলে বৃটিশ সেনা মোতায়েন
রংপুরে আরও ৯ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
লেভারকুসেনের জালে পিএসজির ৭ গোল, বড় জয় পেয়েছে বার্সেলোনা, আর্সেনাল
চট্টগ্রামে বন্ধ ঘোষিত প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা খুলছে কাল
সন্ত্রাসবিরোধী মামলায় আবারো রিমান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ১২.৫৩ কোটি পাঠ্যবই সরবরাহ করবে সরকার
ভালো নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব: ইসি মাছউদ
বিএনপি’র ৩১ দফা বাস্তাবায়নে হবিগঞ্জে লিফলেট ও টি-শার্ট বিতরণ
১০