পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১০

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:১০

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার সীমান্ত  রক্ষী বাহিনী-ফ্রন্টিয়ার কোরের আঞ্চলিক সদর দফতরের বাইরে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক এবং চারজন সৈন্য রয়েছেন।

কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি গাড়ি ফ্রন্টিয়ার কোরের আঞ্চলিক সদর দফতরের প্রবেশ করার আগে বিস্ফোরিত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, সুজুকি ভ্যানে চড়ে একজন আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর তার পাঁচ সহযোগী কম্পাউন্ডে প্রবেশ করার চেষ্টা করে। গোলাগুলিতে সকল হামলাকারী নিহত হয়েছে। এতে চারজন এফসি সদস্য এবং ছয়জন বেসামরিক নাগরিকও মারা গেছেন।

কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি। তবে বালুচ বিচ্ছিন্নতাবাদীরা এই অঞ্চলে দিন দিন প্রাণঘাতী হামলা চালাচ্ছে এবং পাকিস্তানি তালেবানও নিয়মিত নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।

বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ হলেও এটি সবচেয়ে দরিদ্র প্রদেশ এবং মানব উন্নয়ন সূচকে নিয়মিত নীচের দিকে থাকে।

বালুচ বিচ্ছিন্নতাবাদীরা দাবি করে, তারা তাদের ভূমিতে বালুচ জনগণের প্রতি বৈষম্য অবসানের জন্য লড়াই করছে। পাকিস্তানি বাহিনী এক দশকেরও বেশি সময় ধরে প্রদেশটিতে বিদ্রোহ দমন করছে এবং ২০২৪ সালে এখানে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এতে ৭৮২ জন নিহত হন।

পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ (পিআইপিএস) এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশে ৫২১টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং চলতি বছরে সংখ্যা বেড়ে ৫৬৭ হয়েছে। সহিংসতার বেশিরভাগ ঘটনা আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে হয়েছে।

পিআইপিএস-এর প্রেসিডেন্ট আমির রানা বলেন, এই বছরের প্রথম দিকে বিশেষ করে বালুচিস্তানে সন্ত্রাসী হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

সোমবার রাতে, দেশের উত্তর-পশ্চিমে একটি বিস্ফোরণে নয়জন সৈন্য নিহত হয় বলে জানান আপার সাউথ ওয়াজিরিস্তানের এক প্রশাসনিক কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন
গান পাউডারসহ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার 
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ নীতি বিষয়ক কর্মশালা
বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা প্রদানের আহ্বান বিশেষজ্ঞদের 
ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ২২০৮ মামলা
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ
নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমেদ
ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি
১০