ঢাকা, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের কৃষি, শিক্ষা ও শিল্প সমৃদ্ধ জেলা পাবনার মধ্যে আধুনিক ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার সরেজমিনে পাবনা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এ সময় তাদের সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিনিধি দলে আরও ছিলেন বিআইডব্লিউটিএ’র সাবেক চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সরকারি প্রতিনিধি দলের সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালুর সম্ভাব্যতা যাচাই, কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর করে খাসচরে নতুন ফেরিঘাট চালুর সম্ভাবনা পর্যালোচনা, জ্বালানি খরচ ও সময় কমিয়ে যাত্রী ও পণ্য পরিবহন আরও দ্রুত ও সহজ করার উদ্যোগ গ্রহণ এবং ঢালার চর থেকে রাজবাড়ী হয়ে পদ্মা রেল সেতুর সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে ঢালার চর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। পাশাপাশি পাবনা ও আশপাশের জেলায় সড়ক যোগাযোগ সম্প্রসারণ ও আধুনিকীকরণের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়।
পাবনায় পৌঁছে প্রতিনিধি দল স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পাবনার জেলা প্রশাসকও উপস্থিত ছিলেন। স্থানীয় প্রতিনিধিরা ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।
এ সময় শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘পাবনা জেলা কৃষি, শিক্ষা ও ওষুধ শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। সরকারের দুই সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই সফর নিঃসন্দেহে একটি মাইলফলক। আমি বিশ্বাস করি, এ সফরের মধ্য দিয়ে পাবনা ও ঢাকার মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নের পথ আরও সুগম হবে।’
তিনি সফরে আসা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে পাবনার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিনিধি দলের এই সফরের মাধ্যমে ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণের যাত্রা আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রেল, সড়ক ও নৌপথ-এই তিন খাতের সমন্বিত পরিকল্পনার ফলে রাজধানী ঢাকার সঙ্গে পাবনার সরাসরি যোগাযোগ আরও গতিশীল হবে, যা অর্থনীতি, শিল্পায়ন ও মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।