ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৮
ছবি: সংগৃহীত

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের কৃষি, শিক্ষা ও শিল্প সমৃদ্ধ জেলা পাবনার মধ্যে আধুনিক ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার সরেজমিনে পাবনা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এ সময় তাদের সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিনিধি দলে আরও ছিলেন বিআইডব্লিউটিএ’র সাবেক চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সরকারি প্রতিনিধি দলের সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালুর সম্ভাব্যতা যাচাই, কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর করে খাসচরে নতুন ফেরিঘাট চালুর সম্ভাবনা পর্যালোচনা, জ্বালানি খরচ ও সময় কমিয়ে যাত্রী ও পণ্য পরিবহন আরও দ্রুত ও সহজ করার উদ্যোগ গ্রহণ এবং ঢালার চর থেকে রাজবাড়ী হয়ে পদ্মা রেল সেতুর সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে ঢালার চর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। পাশাপাশি পাবনা ও আশপাশের জেলায় সড়ক যোগাযোগ সম্প্রসারণ ও আধুনিকীকরণের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়।

পাবনায় পৌঁছে প্রতিনিধি দল স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পাবনার জেলা প্রশাসকও উপস্থিত ছিলেন। স্থানীয় প্রতিনিধিরা ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘পাবনা জেলা কৃষি, শিক্ষা ও ওষুধ শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। সরকারের দুই সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই সফর নিঃসন্দেহে একটি মাইলফলক। আমি বিশ্বাস করি, এ সফরের মধ্য দিয়ে পাবনা ও ঢাকার মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নের পথ আরও সুগম হবে।’

তিনি সফরে আসা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে পাবনার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

প্রতিনিধি দলের এই সফরের মাধ্যমে ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণের যাত্রা আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রেল, সড়ক ও নৌপথ-এই তিন খাতের সমন্বিত পরিকল্পনার ফলে রাজধানী ঢাকার সঙ্গে পাবনার সরাসরি যোগাযোগ আরও গতিশীল হবে, যা অর্থনীতি, শিল্পায়ন ও মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক এবং ত্রাণ সহায়তাকারীদের গ্রেফতারের প্রতিবাদ নাগরিক ঐক্যের
বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেফতার
স্কুল হ্যান্ডবল সেমিফাইনাল কাল
শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি ছিল অর্থনৈতিক মুক্তির দর্শন : চসিক মেয়র
নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে : আসাদুল হাবিব দুলু
ভোলায় আড়ত ও বাজারে শেষদিনে ইলিশ বেচা-কেনার ধুম 
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু : মেঘনায় ড্রোন প্রযুক্তির ব্যবহার করবে প্রশাসন
গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলায় ইসরাইলি বাধার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করলো ফিফা
টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে অপহরণের শিকার ৩৯ জন উদ্ধার, ২ পাচারকারী আটক
১০