ঝালকাঠি, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে সাগর রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার আইনে বিচার করা হবে। সেইসঙ্গে জেলা উপজেলার সাংবাদিকরা যাতে নিয়মিত নবম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন ভাতা পায় সে বিষয়টি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন।
বুধবার রাত ৯টায় ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কাঠালিয়া প্রেসক্লাব সভাপতি মো. মাসুদউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মো. আককাস সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, ঝালকাঠি ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাম আযম সৈকত, কর্নেল মোস্তাফিজুর রহমান, ব্যারিস্টারর মঈন ফিরোজী, মো. রফিক হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন মন্দির ও মণ্ডপ পরির্দশন করেন।
পরে রাত সাড়ে দশটায় তিনি রাজাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এতে সভাপতিত্ব করেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান খান।