বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না: স্বাস্থ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৩১ আপডেট: : ০২ অক্টোবর ২০২৫, ১৫:০৯
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আজ ঢাকার বনানীতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

ঢাকা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ইসলামে বলা হয়েছে-যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রীতিটাই মুখ্য। মানবতাই ধর্ম, সেবাই ধর্ম। আমরা যদি এই কথাটা মনে রাখি, তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।

আজ (বৃহস্পতিবার) ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে স্থাপিত ‘গুলশান-বনানী পূজা প্যান্ডেল’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে পূজা চলছে। আজ বিজয়া দশমী। বিষাদের সময় সবারই মন খারাপ হওয়ার কথা। কিন্তু গত কয়েকদিন ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করা হয়েছে। আমি নিজেও দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে এখানে এসেছি।

এসময় পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদারসহ উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা গুলশান ও বনানী এলাকায় পূজা-অর্চনা পালনের জন্য স্থায়ীভাবে জায়গা বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে তারেক রহমান
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিমের ইন্তেকাল
নওগাঁয় ট্রাক্টরের চাপায় ইউপি চেয়ারম্যান নিহত
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৬
বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ : হাসনাত আব্দুল্লাহ
প্রখ্যাত শিম্পাঞ্জি বিশেষজ্ঞ জেন গুডঅল মারা গেছেন
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি
বাংলাদেশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শান্তিপূর্ণ সহাবস্থান : রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার 
কুমিল্লায় বিজয়া দশমীতে বাজছে বিসর্জনের সুর
১০