কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিমের ইন্তেকাল

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৬:৫৩

কুমিল্লা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫৬)।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সাবেরা আলাউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভিপি জসীম উদ্দীন সম্পর্কে তার দেবর হন। গত ২৯ সেপ্টেম্বর রাত ১১ টায় তিনি কুমিল্লা সদরের ধর্মপুর তার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন। পরে দ্রুত তাকে নগরীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জসীম উদ্দীন মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে যান।

ভিপি জসীম উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
ফিলিপাইন ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে বন্যার সতর্কবার্তা 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
নীলফামারীতে সিঁদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে জার্মান দল থেকে বাদ পড়লেন ফুয়েলক্রুগ
১০