কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিমের ইন্তেকাল

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৬:৫৩

কুমিল্লা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫৬)।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সাবেরা আলাউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভিপি জসীম উদ্দীন সম্পর্কে তার দেবর হন। গত ২৯ সেপ্টেম্বর রাত ১১ টায় তিনি কুমিল্লা সদরের ধর্মপুর তার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন। পরে দ্রুত তাকে নগরীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জসীম উদ্দীন মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে যান।

ভিপি জসীম উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রিস থেকে গ্যাস আমদানি করবে ইউক্রেন : জেলেনস্কি
ইউপি ইস্যুতে কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সিস্টেম ব্যবহারে বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর
নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩ দশমিক ১ শতাংশ বেড়েছে
বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন, সুইজারল্যান্ড
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাসের মৃত্যুবার্ষিকী পালিত
খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর 
ইসলামি ব্যাংকিং খাত শক্তিশালীভাবে গড়তে ভালো নিরীক্ষা প্রয়োজন: গভর্নর
সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারে দেশত্যাগে নিষেধাজ্ঞা
কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা হীরা গ্রেপ্তার
১০