খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর 

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:৫৯

খুলনা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে। 

আজ রোববার খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান স্বাক্ষরকৃত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের লাইসেন্স ২০২৬ সালের জন্য নবায়ন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। 

আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫ অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফি (ভ্যাটসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এরপর চালানের মূল কপি, লাইসেন্সের মূল কপি, গোলাবারুদসহ লাইসেন্সভূক্ত আগ্নেয়াস্ত্র নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত থেকে নবায়ন করতে হবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিং এ জমা থাকলে তার রশিদ প্রদর্শন করতে হবে।

এছাড়া, নবায়নের সময়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীর মোবাইল নম্বর, ইমেইল নম্বর, মূল লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। থানার জিডির কপি ও গোলাবারুদের হিসাব সঠিকভাবে প্রদান করা না হলে লাইসেন্স নবায়ন করা হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী পাইকগাছার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর এবং কয়রার ২ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। 

সোনাডাঙ্গা, হরিণটানা ও লবণচরা মেট্রোপলিটন থানা এলাকার লাইসেন্সধারীরা ১ ও ২ ডিসেম্বর, খুলনা সদর ও খালিশপুর থানা এলাকার লাইসেন্সধারীরা ৩ ও ৪ ডিসেম্বর, আড়ংঘাটা ও খানজাহান আলী মেট্রোপলিটন থানা ৭ ও ৮ ডিসেম্বর লাইসেন্স নবায়ন করতে পারবেন। 

এছাড়া, রূপসা উপজেলার লাইসেন্সধারীরা ৯ ডিসেম্বর, তেরখাদা ১০ ডিসেম্বর, দিঘলিয়া ১১ ডিসেম্বর, ফুলতলা ১৪ ডিসেম্বর, ডুমুরিয়া ১৫ ডিসেম্বর, বাটিয়াঘাটা ১৮ ডিসেম্বর; দাকোপ উপজেলায় ২১ ডিসেম্বর এবং আর্থিক প্রতিষ্ঠান, ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠানসমূহ ২২ ডিসেম্বর ও বাদপড়া লাইসেন্সধারীগণ নির্ধারিত তারিখে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা রুম নম্বর-২২০ থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

এছাড়া খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণ ২৩, ২৪, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর লাইসেন্স নবায়ন করতে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জুডিশিয়াল মুন্সিখানা রুম নম্বর-২২০ থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ৪
চবি’র শিক্ষার্থীদের ওপর হামলাকারী যুবলীগ নেতা হানিফ গ্রেফতার
শেরপুরে বিএনপির উঠান বৈঠকে নারী ভোটারের ঢল
ঝিনাইদহে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে কর্মীসভা
বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি : ড. মোবাশ্বের মোনেম
সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আদি নববর্ষ উদযাপন
হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা
দিনাজপুরে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা 
সরকারি ভবন পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষায় ১২ কোটি ১৫ লাখ টাকার সহায়তা দিয়েছে সরকার
১০