
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি।
আজ রোববার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে ‘কনসালটেশন ওয়ার্কশপ অন বিসিএস সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন ©(Consultation Workshop on BCS Szllabus and Question Pattern)’ শীর্ষক অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, পিএসসি কর্তৃক সিভিল সার্ভিসে নিয়োগের জন্য একটি সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়ন কাঠামো বিদ্যমান রয়েছে। বিসিএস এর সিলেবাস নিয়ে গবেষণা চলমান। গবেষণা ফলাফলে দেখা যায় সিলেবাসের কিছু অংশ অপ্রয়োজনীয়, কিছু অংশ অস্পষ্ট আবার কিছু অংশ অতি দীর্ঘ, যা প্রার্থীদের প্রস্তুতির জন্য সঠিক নির্দেশনা দেয় না। তাই সিলেবাস পরিবর্তন এখন সময়ের দাবি।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগের জন্য সুপারিশের লক্ষ্যে জ্ঞান ও দক্ষতার সামঞ্জস্য রেখে জাতীয় কারিকুলামের সাথে সমন্বয় করে মানসম্মত একটি সিলেবাস প্রণয়ন করা হবে। সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা সিলেবাসটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন, আধুনিক, স্বচ্ছ ও প্রাসঙ্গিক করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
আলোচনায় এমন একটি সিলেবাসের কথা বলা হয়, যে সিলেবাসটি বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগের সুপারিশের জন্য উপযোগী এবং অন্যান্য নিয়োগের সুপারিশের ক্ষেত্রেও দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। ধাপে ধাপে সিলেবাস পরিবর্তন করা হবে এবং যৌক্তিক সময় হাতে রেখে প্রার্থীদের জানানো হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে বিসিএস এর সিলেবাস ছাড়াও প্রশ্নপত্র প্রণয়ন এবং প্রশ্নপত্রের সাথে মার্ক বিভাজনের সমন্বয়ের বিষয়ও আলোচনা হয়। চেয়ারম্যান কর্মশালায় উপস্থাপিত মতামত ও সুপারিশসমূহ পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
পিএসসি সদস্যরা, ইউএনডিপির প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।