চবি’র শিক্ষার্থীদের ওপর হামলাকারী যুবলীগ নেতা হানিফ গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ২১:১৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা একাধিক মামলার আসামি যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বিকেলে হাটহাজারীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া।

তিনি জানান, ‘চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলায় তার নাম রয়েছে। তার বিরুদ্ধে আরও অন্য কোনো মামলা রয়েছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফতেপুর ইউনিয়নে আধিপত্য বজায় রাখেন যুবলীগ নেতা হানিফ। তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ছোট ভাই ইকবাল। যিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাদের বিরুদ্ধে হাটহাজারিসহ বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে।

২০২৪ সালের ২১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার দোকান দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা করে হানিফের অনুসারীরা। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। এরপর চলতি বছরের ৩১ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফসহ চার শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা পৃথক মামলার আসামি মোহাম্মদ হানিফ। মামলার পর থেকে পলাতক ছিলেন তিনি। অবশেষে ঘটনার দুমাস পর গ্রেফতার করা হলো তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
বাংলাদেশ বেতার থেকে মানবতাবিরোধী অপরাধের রায় সরাসরি সম্প্রচার
মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে: সিজিএ সম্মেলনে বক্তারা
কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর বর্ণাঢ্য উদ্বোধন
১০