দিনাজপুরে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা 

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ২০:৩৯
দিনাজপুরে আজ গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা । ছবি : বাসস

দিনাজপুর, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। 

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ সভায় জেলার ১৩ টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- তৃতীয় পর্যায়ে প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (ইএসডিও) মো. আবু বক্কর সিদ্দিক, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রওনক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, গত ছয়মাসে জেলার গ্রাম আদালতগুলোতে প্রায় সাড়ে ৫ হাজার অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

সভায় মুক্ত আলোচনায় জেলা পর্যায়ে কার্যক্রমের অগ্রগতি ও শিক্ষনীয় দিকসমূহ পর্যালোচনা এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ ও অগ্রগতি এবং তুলনামূলক পিছিয়েপড়া ইউনিয়ন সমূহের বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অর্ধ-বার্ষিক এ সমন্বয় সভায় জেলার ১৩টি উপজেলার ১০৩ টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভার হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগন উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
বাংলাদেশ বেতার থেকে মানবতাবিরোধী অপরাধের রায় সরাসরি সম্প্রচার
মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে: সিজিএ সম্মেলনে বক্তারা
কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর বর্ণাঢ্য উদ্বোধন
১০