
রংপুর, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আবু ফেরদৌস হীরাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে উপজেলার হরিশ্বর তকিপল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু ফেরদৌস হীরা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
তিনি কাউনিয়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক।
তথ্য নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, রংপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলার পরোয়ানাভুক্ত আসামি আবু ফেরদৌস হীরা। তাকে কারাগারে পাঠানো হয়েছে।